কোচবিহারের রাজবাড়ী | কোচবিহার রাজবাড়ী অন্দরমহল ও ইতিহাস | হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাক্ষী কোচবিহার রাজবাড়ি | কোচবিহার রাজবাড়ি ইতিহাস
| কোচবিহার রাজবাড়ীর অবস্থান ও নির্মান
 |
কোচবিহারের রাজবাড়ী |
কোচবিহার পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর, এই শহরে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে। এই শহরে অবস্থিত এক ঐতিহাসিক রাজ প্রাসাদ, যা নির্মিত হয়েছে লন্ডনের বাকিংহাম প্যালসের আদলে এই রাজপ্রাসাদ কে ভিক্টর জুবিলি প্যালেসও বলা হয়। ১৮৮৭ সালে কোচ রাজবংশের রাজা নৃপেন্দ্র নারায়ণ রায় এই রাজপ্রাসাদ নির্মাণ করিয়েছিলেন। যদিও বর্তমানে এই প্রাসাদটি জাদুঘরে পরিণত করা হয়েছে। দেশ বিদশের বহু পর্যটক এই রাজপ্রাসাদ দেখতে আসেন তাতে এলাকার অর্থনৈতিক ব্যবস্থা ভালো হয়।
 |
কোচবিহারের রাজবাড়ীর অবস্থান |
কোচবিারের রাজপ্রাসাদ তার সুন্দর্য ও জাকজমোকের জন্য বিখ্যাত। প্রায় সাড়ে একান্ন হাজার বর্গ ফুট এলাকা জুড়ে ৩৯৬ ফুট লম্বা ও ২৯৭ ফুট চওড়া বিশিষ্ট ইটের তৈরি দোতলা বাড়ি মাটি থেকে প্রায় সাড়ে চার ফুট উচুতে নির্মাণ করা হয়েছিল। তৎকালীন মহারাজা হরেন্দ্র নারায়ণের শ্বসনকালের রাজধানী ধুলুয়াবাড়ি থাকে এই স্থানান্তরিত করে কোচবিহারে নিয়ে আসা হয়েছিলো।
 |
রাজ দরবরের ছবি |
 |
রাজ সীল |
 |
রাজ প্রাসাদের ভিতরের ছবি |
প্রাসাদের ঠিক মাঝামাঝি জায়গার একটি বিশাল আকৃতির দরজা আছে যার মাধ্যমে রাজার দরবার হলে ঢুকতে পারবেন। দরবার হল একটি ঐতিহাসিক সুন্দর গম্বুজের মতো যার উচ্চতা প্রায় ১২৫ ফুট। গম্বুজের ভিতরে নানান খোদাই করা স্থাপত্য কলা রয়েছে। নানান বৈচিত্রের নকশা ও রঙের কারুকার্যে ভরা এই দরবার হল।
এই রাজপ্রাসাদে ছোটো বড় মিলে অনেক আলাদা আলাদা হল রয়েছে যেমন ড্রেসিং রুম, বেড রুম, ড্রয়িং রুম, ডাইনিং হল, বিলিয়ার্ড হল, লাইব্রেরী, তশাখানা, লেডিস গ্যালারি এবং ভেস্টিবুলস। আবার সব গুলি হলে ছিল অনেক মূল্যবান জিনিসপত্র যা এখন প্রায় নেই বললেই চলে। এছাড়া ১৮৮৭ সালে ভূমিকম্পে অনেক ক্ষয় ক্ষতি হয়।
 |
কোচবিহারের মহারানী |
 |
মহারাজা নৃপেন্দ্র নারায়ণ রায়
|
রাজ প্রাসাদের বর্তমান অবস্থা কেমন?
একদিন এই রাজপ্রসাদের এক বিশাল শ্বসন ব্যাবস্থা চলতো এখন এই প্রাসাদ শুধমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য ব্যাবহার করা হয়। একদিনের ঐতিহ্য এখনকার অর্থ উার্জনের ব্যবস্থা। রাজপ্রাসাদ এখন জাদুঘর। দৈনিক প্রায় তিন হাজার এর বেশি দেশি বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসে, নানা স্থাপত্যের বিশ্লেষণ করে।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ