গোরুমারা জাতীয় উদ্যান | গরুমারা অভয়ারণ্য কি জন্য বিখ্যাত | ডুয়ার্স পর্যটন

গোরুমারা জাতীয় উদ্যান |গরুমারা অভয়ারণ্য কি জন্য বিখ্যাত | জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত | উত্তরবঙ্গের বনভূমি কোন প্রাণীর জন্য বিখ্যাত | গোরুমারা জাতীয় উদ্যানের ইতিহাস।

গোরুমারা জাতীয় উদ্যান
গোরুমারা জাতীয় উদ্যান


গোরুমারা জাতীয় উদ্যান ১৮৯৫ সালে থেকে একটি সংরক্ষিত বন এবং ১৯৪৯ সালে এই বন কে একটি অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। বিশেষ কারণ হলো ভারতীয় গন্ডারের প্রজনন জনসংখ্যা। 

১৯৯২ সালে ৩১শে জানুয়ারি এই সংরক্ষিত বনকে জাতিয় উদ্যানের মর্যাদা দেয়া হয়েছে। প্রায় ৩১ বর্গিলোমিটার মত এই জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার মাল ব্লোকের লাটাগুড়িতে অবস্থিত।

 গোরুমারা জাতীয় উদ্যানের ভৌগলিক অবস্থান

নেওরা নদী গোরুমারা জাতীয় উদ্যান
নেওরা নদী 

গোরুমারা জাতীয় উদ্যান হিমালয়ের পাদদেশ থেকে প্রায় 300 মিটার নিচে তোরাই ও ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। এই অঞ্চল একটি নদীমাতৃক অঞ্চল এখানে বেশির ভাগই সবুজ বন জঙ্গল ও তৃণভূমি। এই অঞ্চলের উল্লেখ্য নদীগুলো হলো তিস্তা, ধরলো, মূর্তি, রায়ডাক, জলঢাকা ইত্যাদি। এখানকার প্রধান নদী তিস্তা। ধরলা, মূর্তি ও জলঢাকা এই তিনটি নদী গোরুমারা জাতিয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে গেছে।

গোরুমারা জাতিয় উদ্যানের কি কি গাছপালা পাওয়া যায়?

গোরুমারা জাতীয় উদ্যানের শাল গাছ
গোরুমারা জাতীয় উদ্যানের শাল গাছ 

এখানকার উল্লেখ্য গাছপালা হলো শাল, সেগুন, শিমুল, লালি, চিকিরাশী, মেহগনি ইত্যাদি এছাড়া বাঁশ ও কিছু বেথ গাছও দেখা যায় এবং চির সবুজে ভরা তৃণভূমি রয়েছে।

 গোরুমারা জাতীয় উদ্যানের প্রাণীজগত

এক শৃঙ্গ গন্ডার
এক শৃঙ্গ গন্ডার 

গোরুমারা জাতীয় উদ্যানের প্রাণীজগতের একটা বিশেষ রেকর্ড রয়েছে। এখানে ৫০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, প্রায় ১৯৫ প্রজাতির পাখি, ২২ প্রজাতির সরীসৃপ, ৭ থেকে ৮ প্রজাতির কচ্ছপ, ২৮ প্রজাতির মাছ এছড়াও প্রচুর প্রজাতির ম্যাক্রো এবং মাইক্রো প্রানী রয়েছে।

কি কি স্তন্যপয়ী প্রানী রয়েছে?

কি কি স্তন্যপয়ী প্রানী রয়েছে?
হরিণ 

এই উদ্যানে ভারতীয় গন্ডার, এশিয়ান হাতি, গৌড়,বিয়ার, চিতল, সাম্বার হরিণ, বাইসন, ডিয়ার, হগ ডিয়ার, বুনো শুকর, চিতাবাঘ, বিভিন্ন সিভেট, মঙ্গুজ, বন বিড়াল, শেয়াল, কাঠবিড়ালি, ইদুর, পিগমি ও খরগোশ ইত্যাদি দেখতে পাওয়া যায়।

কি কি পাখি দেখা যায়?

কি কি পাখি দেখা যায়?
ব্রহ্মনী হাঁস

এই উদ্যানে ১৯৫ প্রজাতির পাখি দেখা যায় তাদের মধ্যে অন্যতম স্কারলেট মিনিভট, সানবার্ড, এশিয়ান প্যারাডাইস, ফ্লাইক্যাচার, স্প্যাংল্ড ড্রংগো, ভারতিয় হর্ণিবল, কাঠঠোকরা, তিতির, ময়ূর, ব্রহ্মনী হাঁস এছাড়াও নানা পরিযায়ী পাখির আনাগোনা লেগেই থাকে।


কি কি সরীসৃপ এবং উভচর প্রাণী দেখতে পাওয়া যায়?

কি কি সরীসৃপ এবং উভচর প্রাণী দেখতে পাওয়া যায়?


এই উদ্যানে নানা প্রজাতির বিষাক্ত ও অ-বিষক্ত সাপ দেখা যায় যেমন ভরতিয় অজগর, কোবরা, করাইত, জলঢোরা, জলবরা এবং বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ কিং কোবরা এই উদ্যানে পাওয়া যায়।


গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
চিতা বাঘ 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
এক শৃঙ্গ গন্ডার 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
অজগর 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
এশিয়ান প্যারাডাইস 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
বাইসন 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
ময়ূরী 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
ময়ূর 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
সাদা কোবরা 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
সানবার্ড 

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
স্কারলেট মিনিভট

গোরুমারা জাতীয় উদ্যান ফটোগ্রাফ
এশিয়ান হাতি


আরো প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফোটো দেখতে এখানে ক্লিক করুন 


I will go to tourist spot and visit to sightseeing of Dooars Jalpaiguri 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ