দার্জিলিং দর্শনীয় স্থান | দার্জিলিং ভ্রমণ স্থান | দার্জিলিং কিসের জন্য বিখ্যাত |

 দার্জিলিং ভ্রমণ | দার্জিলিং ট্যুরিজম | দার্জিলিং এর বর্তমান অবস্থা | সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং | পাহাড়ের রানীর্ দর্শনীয় স্থান | প্রকৃতির রানী দার্জিলিং

দার্জিলিংয়ের বর্তমান অবস্থান কেমন?
দার্জিলিং শহর 

দার্জিলিংয়ের বর্তমান অবস্থান কেমন?

দার্জিলিং ভ্রমণ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের একটি পৌরসভা ও শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৭৫০ ফুট উচ্চতায় হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই শহরে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে বিশ্বের সেরা চা পাওয়া যায় এখন থাকে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়। এখানকার জনপ্রিয় সূর্যদয় দেখার জন্যে দুর দিগন্তের থেকে পর্যটকরা ভিড় করে। এই শহরে রয়েছে এশিয়ার সবচেয়ে উচ্চতম রেল স্টশন ঘুম। শিলিগুড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর দার্জিলিং। 


পাহাড়ের রানী দার্জিলিং এর দর্শনীয় স্থান
কাঞ্চনজঙ্ঘা 

দার্জিলিং দর্শনীয় স্থান | দার্জিলিং ভ্রমণ স্থান | দার্জিলিং কিসের জন্য বিখ্যাত | 

 

দার্জিলিং ভ্রমণ স্থান
জাপানি টেম্পল দার্জিলিং 
১. জাপানি টেম্পল: জাপানি টেম্পল দার্জিলিংয়ের একটি পবিত্র ধর্ম স্থান শহর থেকে মাত্র ১০ মিনিটের রাস্তা এখানে রয়েছে বিরাট এক বৌদ্ধ মন্দির, এই মন্দিরে এক জাপানি সাধুর মূর্তি স্থাপন করা হয়েছে তাই এই মন্দির কে জাপানি টেম্পল বলে। এই মন্দিরের সম্মুখে রয়েছে বিরাট এক সিংহ মূর্তি যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।



দার্জিলিং ভ্রমণ স্থান
ঘুম মনেস্ট্রি দার্জিলিং 

২. ঘুম মনেস্ট্রি: এটি একটি বৌদ্ধ মন্দির, টাইগার হিল যাওয়ার পথে এই মন্দির দর্শন করা যায়। হাইওয়ের পাশে সিড়ি দিয়ে একটু নিচে নেমে যেতেই পরে বিশাল এই মন্দির।


দার্জিলিং ভ্রমণ স্থান
রক গার্ডেন দার্জিলিং 
৩. রক গার্ডেন: প্রকৃতির রানী দার্জিলিং শহর থেকে প্রায় ২৮০০ ফুট নিচে এই রক গার্ডেন অবস্থিত। এখানে ঝর্নার অপরূপ সৌন্দর্য উপোগের জন্যে বিভিন্ন ব্যাবস্থা আছে। ঝর্ণার জলে দৃশ্য দেখার জন্যে পথ ও সিড়ি রয়েছে উপরে ও নিচে যাওয়া আসা করতে। এছাড়া নেপালিদের ঐতিহ্যবাহি পোশাক আশাক এখানেই পাওয়া যায়। এখানে রয়েছ বিভিন্ন ধরনের ফুলের বাগান।

দার্জিলিং দর্শনীয় স্থান
তেনজিং রক দার্জিলিং 
৪. তেনজিং রক: তেনজিং রক একটি বিশাল পাথর যা দেখতে একটি পর্বতের মত। মাউন্টেন ইনস্টিটিউট সামনে  অবস্থান করে এই বিশাল পাথর তেনজিং রক।


দার্জিলিং দর্শনীয় স্থান
হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট ও মিউজিয়াম
৫. হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট ও মিউজিয়াম: এখানে পর্বত আরোহীদের শেখানো হয় কিভাবে পর্বত আরোহণ করতে হয়, এছাডাও পর্বত আরোহণ করতে প্রয়োনীয় সকলের অনুশীলন করা হয়। এছাড়াও এভারেস্ট বিজয়ীদের বিভিন্ন স্মৃতি চিহ্ন এবং অন্যান্য ইতিহাস সংরক্ষিত আছে। 


দার্জিলিং দর্শনীয় স্থান
টাইগার হিল দার্জিলিং 
৬. টাইগার হিল: সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং টাইগার হিল শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে গোলাকার একটি ঘর আছে যেখান থেকে সূর্যদয় দেখা যায়, এখান থেকে কাঞ্চজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। টাইগার হিল দার্জিলিের একটি অন্যতম দ্শনীয় স্থান।


দার্জিলিং দর্শনীয় স্থান
আভা আর্ট চিত্রশালা দার্জিলিং 
৭. আভা আর্ট চিত্রশালা: শহর থেকে প্রায় সাড়ে তিন কিলমিটার দূরে অবস্থিত আভা আর্ট চিত্রশালা লাল হলুদ রং করা এই বিল্ডিংয়ের ভিতরে রয়েছে এই চিত্রশালাটি

অন্যান্য দর্শনীয় স্থান যেমন ধীরধাম মন্দীর, বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, লাওডস বোটানিক্যাল গার্ডেন, লেবং রেস কোর্স 



কোচবিহারের রাজবাড়ী 

গোরুমারা জাতীয় উদ্যান

এবার পুজোয় লাটাগুড়িতে বেড়াতে আসুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ